শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন
তাপস রায়- তারাগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তারাগঞ্জ উপজেলা কৃষি অফিস কতৃক বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার(২০ মার্চ) উপজেলা পরিষদ চত্বরে কৃষি প্রণোদনা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুবেল রানা।
আয়োজিত ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-১ মৌসুম উফশী আউশ কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৭’শ ৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষক প্রতি ৫ কেজি করে ধান বীজ ও ১০ কেজি করে এমওপি এবং ড্যাব রাসায়ানিক সার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা ধীবা রানী রায় সহ ইউনিয়ন ভিত্তিক দ্বায়িত্বপ্রাপ্ত উপ-সহকারীগণ। প্রণোদনা কর্মসূচির আয়োজন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তারাগঞ্জ উপজেলা কৃষি অফিস।