রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৭ পূর্বাহ্ন
আব্দুর রহমান ঈশান- নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ
নেত্রকোণা পৌর শহরের বড়বাজার এলাকায় একটি কাপড়ের দোকানে বুধবার ১১ই মে সকাল সাড়ে ১০টার দিকে আগুন লাগার ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটে শহরের বড়বাজার এলাকার মধুবন মার্কেটের রফিক গার্মেন্টসে।
স্হানীয় সূত্রে জানা যায়- পৌর শহরের ব্যবসার প্রাণকেন্দ্র ব্যস্ততম বড়বাজার এলাকায় অনেক শপিংমল রয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি কাপড়ের ছোট -বড় দোকান ও শপিংমল রয়েছে এই এরিয়াতে।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বড়বাজার এলাকার মধুবন মার্কেটের রফিক গার্মেন্টসে বিদ্যুতের শট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত। এ সময় মার্কেটের ভিতর আগুন দেখতে পায় স্হানীয়রা।
তাৎক্ষণিকভাবে স্হানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
নেত্রকোণা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মোঃ আনোয়ার হোসেন জানান- বিদ্যুতের শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্হলে গিয়ে প্রায় আধাঘন্টা চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতে প্রায় ওই দোকানে প্রায় ৩ লক্ষ টাকার মালামাল ক্ষতি হয়েছে।