শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:৫০ অপরাহ্ন
দুলাল হোসেন- পটুয়াখালি জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ টুনার্মেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ০৫,১১,২২ইং তারিখ রোজ শনিবার বিকাল ৪ ঘটিকার সময় বাউফল পাবলিক মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পটুয়াখালী জেলা প্রশাসক মোঃকামাল হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন এর সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি ছিলেন- জেলা পুলিশ সুপার মোঃ সাইদুর ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মোতালবে হাওলাদার, পৌর মেয়র জিয়াউল হক জুয়েল, মহিলা ভাইস্ চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু,সাবেক ভাইস্ চেয়ারম্যান শামসুল আলম মিয়া, ওসি আল মামুন প্রমূখ।
সমাপনী খেলায় অংশগ্রহন করেন- বাউফল পৌরসভা একাদশ ও কেশবপুর ইউনিয়ন একাদশ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে বাউফল পৌরসভা কেশবপুর ইউনয়নকে এক গোল হারিয়ে বিজয়ী হয়। এরপর প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।