বুধবার, ০৯ Jul ২০২৫, ০১:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
ইছামতী নদীতে থেকে নবজাতকের লাশ উদ্ধার কিশোরগঞ্জকে গ্রীন ও ক্লিন কিশোরগঞ্জ গড়তে চাই- নবাগত ইউএনও নীলফামারীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ইমারত নির্মাণ তারাগঞ্জে একই ব্যক্তির ৬ গরু চুরি নড়াইলে এক গৃহবধূর তিন সন্তান জন্ম ধুনটে বসতভিটা অবৈধ দখল চেষ্টায় থানায় অভিযোগ আবু সাঈদের রক্তের সাথে বেইমানী করবেন না- এটিএম আজহার ফুলবাড়ীর দৌলতপুরে জমি জমার বিরোধে মারপিট ১৭ বছর পর রংপুরে জামায়াতে ইসলামীর জনসভা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা জুলাই বিপ্লবী শহীদের স্মরণে বৃক্ষরোপণ ও আলচনা ত্রিশালে নিখোঁজ ব্যক্তির লাশ মিলল পুকুরে জলঢাকায় এক শিক্ষার্থীকে বাইসাইকেল দিলেন ইউএনও কর্মীবান্ধব সংস্কারে অগ্রণী ভূমিকা পালন করছেন জাহিদ হোসেন তারাগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টিন ও চেক বিতরণ কুমিল্লায় র‌্যাবের হাতে মাদক সহ গ্রেপ্তার ২ ভারতীয় শাড়ি ও লেহেঙ্গাসহ গ্রেপ্তার ১ নির্মান কাজ শেষ হতে না হতেই ভেঙ্গেছে ব্রীজের প্রতিরক্ষা দেওয়াল রাণীশংকৈলে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা

রংপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার সড়ক উদ্বোধন

হারুন-অর-রশিদ বাবু- বিশেষ প্রতিনিধিঃ
রংপুর সিটি কর্পোরেশনের ৩০নং ওয়ার্ডের তিন মাথা মোড়ে, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার সড়ক-এর উদ্বোধন করা হয়েছে। আজ (২৯ জুন) (শনিবার) ২০২৪ইং সকাল ১১ টায় উদ্বোধন সম্পন্ন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলু, ৩০নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম তোতা, ২৮, ২৯ ও ৩০নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর সাজমীন রহমান শিউলি, বীর মুক্তিযোদ্ধা বাবু রামকৃষ্ণ সোমানি, বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান মঞ্জু, সাবেক কাউন্সিলর সৈয়দ সাজ্জাদ হোসেন ডাবলু, রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ সহ বিভিন্ন ইলেকট্রিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্বে ছিলেন, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক বাবলু নাগ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার ৎ।

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার সড়ক-এর উদ্বোধনের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন, রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলু, ৩০নং ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম তোতা, সাবেক কাউন্সিলর সৈয়দ সাজ্জাদ হোসেন ডাবলু, বীর মুক্তিযোদ্ধা বাবু রামকৃষ্ণ সোমানি, বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান মঞ্জু সহ আরো অনেকেই।

এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন বাবলু তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সার্কুলার অনুযায়ী প্রত্যেক ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন ও পৌরসভার রাস্তাগুলো মুক্তিযোদ্ধাদের নামে করতে হবে। এরই ধারাবাহিকতায় ৩০ নং ওয়ার্ডের তিনমাথা মোর থেকে সোজা উত্তরে সিগারেট কোম্পানি মোর পর্যন্ত রাস্তাটি আলোচনার মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার নামে নামকরণ করা হয়েছে, আজ থেকে এই রাস্তার নাম হবে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার স্মরণী সড়ক। এমন মহৎ উদ্যোগের জন্য তিনি ৩০ নং ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম তোতাকে ধন্যবাদও জানিয়েছেন।

এদিকে কাউন্সিলর জাহাঙ্গীর আলম তোতা তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, আজকে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার সড়ক নামে এই রাস্তাটিকে নামকরণ করতে পেরে আমি অনেক আনন্দিত। মুক্তিযোদ্ধারা দেশের জন্য নিবেদিত প্রাণ। মুক্তিযোদ্ধারা এবং তাদের সন্তানেরা দেশের জন্য, সরকারের জন্য সর্বদা কাজ করে যাবেন আমি এমনটিই আশা করি। সেই সাথে জেলা পরিষদ চেয়ারম্যানের বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রশংসা করে তার ওয়ার্ডে উন্নয়নমূলক কাজে বিশেষ দৃষ্টি দেয়ার আহ্বান জানান তার বক্তব্যে।

শুভেচ্ছা বক্তব্য শেষে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার সড়ক-এর উদ্বোধন করেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলু, ৩০নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম তোতা- ২৮ ২৯ ও ৩০নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর সাজমীন রহমান শিউলি।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে তার নামে আজকের এই সড়ক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার সড়ক-এর উদ্বোধন শেষে দোয়া-মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com