বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৪:৫৫ অপরাহ্ন
রাশেদুল ইসলাম- কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি কৌশলে গঠণ করেছে উক্ত স্কুলের প্রধান শিক্ষক নুর ইসলাম।
শিক্ষার্থাদের অভিভাবকের কাছে জানা যায়- কোন প্রকার আনুষ্ঠানিকতা বা নির্বাচন না গ্রহন করে চুপিসারে কমিটি গঠণ করেছে এই প্রধান শিক্ষক। এতে অভিভাবক ও এলাকাবাসীর মাঝে তীব্র অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছে।
তারা আরো বলেন ক্যাশম্যান্ট এলাকার বাহিরে গিয়ে অভিভাবক নন এমন একজন লোককে সহঃ সভাপতি করে কমিটি গঠন করেছে ওই অভিযুক্ত প্রধান শিক্ষক এতে শিক্ষার কি উন্নয়ন হবে বা ওই সহঃ সভাপতি কি ভূমিকা পালন করবে এটাই আমাদের মাথায় আসে না।
তাই অতিদ্রুত এই চুপিসারে গঠিনকৃত এই কমিটি বিলুপ্ত ঘোষণা করে ভোটার তালিকা প্রকাশসহ ও আনুষ্ঠানিক ভাবে নির্বাচন গ্রহণ করে কমিটি গঠণ করুন।