শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:২৯ অপরাহ্ন
হানিফ উদ্দিন সাকিব- নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
মঙ্গলবার ১৯শে এপ্রিল বিকেলবেলা, নোয়াখালীর দ্বীপ হাতিয়ায়,পৌর আওয়ামীলীগের উদ্যোগে,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও মাহে রমজান উপলক্ষে, আলহাজ্ব এডভোকেট ছাইফ উদ্দিন আহম্মেদের বাস ভবনে, কুরআন খতম, মিলাদ, ইফতার ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট ছাইফ উদ্দিন আহম্মেদ, এডভোকেট ফজলুল আজিম তুহিনসহ পৌর আওয়ামীলীগের সকল নেতাকর্মীগণ।
অনুষ্ঠানে বক্তাগণ তাদের বক্তব্যের মাঝে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শ নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করা হয়।এছাড়া অনুষ্ঠান শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করা হয়।