শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:১৪ অপরাহ্ন
মোঃ সোহাগ- ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট নামক স্থানে একটি লোহার ব্রীজ ধসে পড়েছে। এসময় সেতুর ওপরে থাকা একটি লরি ও প্রাইভেটকার নিচে পড়ে যায়।
আজ ২৬শে এপ্রিল বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ত্রিশাল থানার এসআই নুরে আলম জানান- ঢাকা থেকে ময়মনসিংহগামী লেনের লোহার ব্রিজে একটি ৪৪ চাকার লড়ি উঠলে সেতুটি ধসে পড়ে এসময় সেতুতে একটি প্রাইভেটকার ছিল সেটিও নিচে পড়ে যায়।
এ ঘটনায় তিন/চারজন আহত হয়ে থাকতে পারেন জানিয়ে এসআই বলেন- উদ্ধার কাজ চলছে। এক পাশ দিয়ে গাড়ি চলাচল করায় মহাসড়কে কিছুটা যানজট হচ্ছে।