রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৩ পূর্বাহ্ন
মনিরুজ্জামান মনির- ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট পৌর বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত জুলাই-আগষ্ট গণ অভ্যুত্থান উপলক্ষে শোক ও বিজয় পালনের লক্ষে বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে একটি আনন্দ মিছিল বের করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মিলিত হয়।
ধুনট পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডলের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি ছানোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহিন, সাবেক সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান ফিরোজ, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোখফিজুর রহমান বাচ্চু, বিএনপির নেতা আব্দুল কাইয়ুম টগর, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক রাশেদুজ্জামান উজ্জ্বল, যুবদল নেতা সুমন সহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।