রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৪ পূর্বাহ্ন
মনিরুজ্জামান মনির- ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলাম বগুড়ার ধুনট উপজেলা শাখা আয়োজিত জুলাই -আগস্ট-২৪ এর ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে গণ-মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৪ টায় শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, বাস স্ট্যান্ডে এলাকায় সংক্ষিপ্ত আলোচনা করা হয়।
উপজেলা জামায়াতে ইসলামের আমির অধ্যাপক আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী আব্দুল করিমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর উপজেলা জামায়াতে ইসলামের আমির ও বগুড়া-০৫ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনিত এমপি প্রার্থী আলহাজ্ব দবিবুর রহমান।
জামায়াত নেতা ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু, জামায়াতের নায়েবে আমির রফিকুল ইসলাম দুলাল, জামায়াত নেতা আব্দুল বাছেদ, পৌর জামায়াতের সেক্রেটারী তরিকুল ইসলাম, জামায়াত নেতা ফিরোজ আহমেদ, মাওলানা ওহাব সহ সকল ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।