সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৬ অপরাহ্ন
আবুল কাশেম- সিলেট জেলা প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ‘নৌকা’র মাঝি ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক নৌকার বিজয়ে সুনিশ্চিত হবে শ্রমিকদের প্রাপ্য অধিকার।
গণমানুষের দল আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষের কাঙ্খিত উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়নের পাশাপাশি জীবনের নিরাপদ থাকে। তাই দল-মত নির্বিশেষে ৭ই জানুয়ারীর নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের বিজয়ী করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’কে পুনঃরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এজন্য নির্বাচনী এলাকার প্রত্যেক ঘরে ঘরে গিয়ে, প্রত্যেক ব্যক্তির কাছে সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে নৌকায় ভোট ভিক্ষা চাইতে হবে।
তিনি রোববার (৩ ডিসেম্বের) সন্ধ্যায় সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজী ইউনিয়নের লামাকাজী বাজারে ‘সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিনং চট্ট-৭০৭’এর অন্তভূর্ক্ত লামাকাজী উপ-পরিষদের উদ্যোগে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিনং চট্ট-৭০৭‘র অন্তভূর্ক্ত লামাকাজী উপ-পরিষদের সভাপতি সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরশ আলীর পরিচালনায় অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, আইন বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, কার্যনির্বাহী সদস্য ডাঃ শাহনুর হোসাইন, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণি, রামপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার খান, উপজেলা শ্রমিক ঐক্য কল্যাণ ফেডারেশনের সভাপতি ও পৌরসভার কাউন্সিলর ফজর আলী, সদর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য হাছন মিয়া, লামাকাজী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পুলক ভট্টাচার্য্য, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, আওয়ামী লীগ নেতা আব্দুন নূর, জেলা যুবলীগের সদস্য অতুল দেব, লামাকাজী ইউনিয়ন যুবলীগের সভাপতি ফয়ছল আহমদ।
সমাবেশের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন যুবলীগ নেতা ফয়জুল ইসলাম। শ্রমিক সমাবেশে সংগঠনের সদস্যরাসহ বিভিন্ন স্তরের শ্রমিক ও ব্যবসায়ী এবং আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।