শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:৪৭ অপরাহ্ন
সংবাদ বিজ্ঞপ্তিঃ
সিলেট-সুনামগঞ্জসহ বিভিন্ন এলাকার বন্যাক্রান্তদের সহায়তার জন্য নতুনধারার বন্যাতহবিল গঠন করা হয়েছে। তোপখানা রোডস্থ কার্যালয়ে ২২শে মে সকাল ১০টায় নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, সদস্য হুমায়ুন কবির প্রমুখ এক বিশেষ সভায় এ তহবিল গঠিত হয়।
সভায় নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী তাঁর বক্তব্যে বলেন- সামর্থ অনুযায়ী আপনার সাহায্য পাঠাতে পারেন দেশের যে কোন সহৃদয়বান নাগরিক। সহায়তা পাঠানো যাবে বিকাশ-০১৭৯৫৫৬৮১৩৭ অথবা সঞ্চয়ি হিসাব নম্বর- নতুনধারা বাংলাদেশ এনডিবি-০১০০১১৬৫৫৯৮১৬, জনতা ব্যাংক, তোপখানা রোড শাখায়।
উল্লেখ্য, ২০১২ইং সালের ৩০শে ডিসেম্বর জাতীয় প্রেসক্লাব থেকে রেডর্যালীর মধ্যদিয়ে আত্মপ্রকাশের পর থেকে গত ১০ বছরে বন্যা পরিস্থিতি, করোনাসহ সকল সংকটে নতুনধারার রাজনীতিকেরা সামর্থনুযায়ী সহায়তা প্রদান করেছে। তারই ধারাবাহিকতায় সিলেট-সুনামগঞ্জের বন্যাক্রান্তদের পাশে সর্বোচ্চ আন্তরিকতায় থাকার সিদ্ধান্ত নিয়েছে ছাত্র-যুব-জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুনধারা বাংলাদেশ এনডিবি।