সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:২৫ পূর্বাহ্ন
দুলাল হোসেন- পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
“কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র” এই শ্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর বাউফল থানা পুলিশের আয়োজনে কেক কাটার মধ্যদিয়ে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়েছে।
শনিবার ২৯শে অক্টোবর সকাল ১১টার দিকে থানা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে থানা কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল মামুন এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মোশাররফ হোসেন খাঁন, পুলিশ পরিদর্শক মোঃ মিজানুর রহমান, কাউন্সিলর ফরহাদ হোসেনসহ স্থানীয় সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন- সামাজিক অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং-এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।পুলিশ জনগণের বন্ধু। সাধারণ মানুষের মধ্যে পুলিশি ভীতি দূর করে সেবা সহজ করতে কমিউনিটি পুলিশিং-এর বিকল্প নেই।
প্রসঙ্গত- কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রমকে অধিক গতিশীল করার লক্ষ্যে প্রতি বছর অক্টোবর মাসের শেষ শনিবার ‘কমিউনিটি পুলিশিং ডে’ পালিত হয়ে আসছে।