শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:৫১ অপরাহ্ন
দুলাল হোসেন- পটুয়াখালি জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলে ৭ শতাধিক অসহায় দুস্থ মানুষের মাঝে কোস্টগার্ডের উদ্যোগে বিনামুল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। মঙ্গলবার ৬ই জুন বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের উদ্যোগে বাউফল উপজেলার ৮৫নং উত্তর কালাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত কর্মসূচীতে উপস্থিত ছিলেন- গাইনী বিশেষজ্ঞ লেঃ কমান্ডার ইয়াসমিন আক্তার, মেডিকেল অফিসার লেঃ মোঃ জাহিদুল ইসলাম, কালাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সাল আহমেদ মনির মোল্লা ও কালাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ কবিরুজ্জামান ও প্রধান শিক্ষক রুহুল আমিন প্রমূখ।
দিনব্যাপী কর্মসূচী চলাকালে দুস্থঃদের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার পর বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। সাধারণ মানুষের দোড়গোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে আগামীতেও কোষ্ট গার্ডের উদ্যোগে এই ধরনের কর্মসূচী অব্যহত থাকবে দাবী করে সংস্থাটির স্টাফ অফিসার লেঃ হাসান মেহেদী বলেন- নৌযান ও নৌপথে জানমালের নিরাপত্তা, অবৈধ মৎস্য আহরণ, মাদকদ্রব্য পাচার, চোরাচালান ও মানব পাঁচার রোধসহ স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে কোষ্ট গার্ড।