রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:০৪ অপরাহ্ন
দুলাল হোসেন- পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফল প্রেসক্লাবের আয়োজনে জেলার একমাত্র বীর উত্তম শামসুল আলম তালুকদারের রোগমুক্তি কামনায় দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৩রা ডিসেম্বর বিকেলে বাউফল প্রেসক্লাব মিলনায়তনে এ দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া মিলাদ পরিচালনা করেন বাউফল থানা মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি আবু তাহের।
বীর উত্তম শামসুল আলম তালুকদার দীর্ঘদিন বার্ধক্য জনিত রোগে ভুগছেন। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।
দোয়া মিলাদে বাউফল প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান ডিউকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।