রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:১১ পূর্বাহ্ন
দুলাল হোসেন- পটুয়াখালি জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফল প্রেসক্লাব “বীর উত্তম সামসুল আলম” ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার বেলা ১১টায় জেলা
আওয়ামী লীগের সদস্য, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজ সেবক ও গ্রুপ ক্যাপ্টেন প্রয়াত বীর উত্তম সামসুল আলম তালুকদারের পুত্র হাসিব আলম তালুকদার ওই ভবনের আনুষ্ঠানিক কাজের উদ্বোধন করেন।
বাউফল প্রেসক্লাব সভাপতি অবঃ অধ্যাপক আমিরুল ইসলামের সভাপতিত্বে ও মাইটিভি’র বাউফল প্রতিনিধি অহিদুজ্জামান ডিউকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এভিআর বাংলাদেশ‘র চেয়ারম্যান হাসিব আলম তালুকদার।
তার বক্তব্যে তিনি বাউফল প্রেসক্লাবকে সার্বিক সহযোগিতা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং মানুষের সেবায় নিজেকে আত্মনিয়োগের জন্য তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সাংবাদিক দেলোয়ার হোসেন, মঞ্জুর মোর্শেদ, এবিএম মিজানুর রহমান, এমএ বাশার, জহুরুল হক ভূইঁয়া ও সহকারী অধ্যাপক খলিলুর রহমান।
উল্লেখ্য প্রধান অতিথি ইতিমধ্যে ৩ তলা ভবন নির্মানের জন্য ১৫ লক্ষ টাকা অনুদান দিয়েছেন এবং গতকাল সোমবার ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতির সফর সঙ্গীসহ বাউফল প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।