বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৪:৪৯ অপরাহ্ন
আবুল কাশেম- সিলেট জেলা প্রতিনিধিঃ
সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের দক্ষিণ ভোলাগঞ্জে স্থানীয় সংসদ সদস্য মোকাব্বির খানের একটি উন্নয়ন কাজের নামফলক ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার (২০ অক্টোবর) ভোরে স্থানীয়রা একটি ভিত্তিপ্রস্তরের নামফলকটি ভাঙ্গা দেখতে পান। বৃহস্পতিবার রাতে এই নামফকটি দুর্বৃত্তরা ভেঙে ফেলে বলে ধারণা স্থানীয়দের। তারা এমপির নামফলক ভাংচুর করার নিন্দা ও জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দা এস এম রফিক আহমদ বলেন, সংসদ সদস্য মোকাব্বির খানের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে একটি মহল উঠে পড়ে লেগেছে। তারা চায় না এলাকার উন্নয়ন হোক।
জানা যায়, ২৫ সেপ্টেম্বর দক্ষিণ ভোলাগঞ্জে মদনপুর জামে মসজিদ থেকে প্রতাপপুর সিএন্ডবি সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য মোকাব্বির খান।
এরপর ১৩ অক্টোবর কাজ না করে ভিত্তিপ্রস্তর ফলক স্থাপন, রাস্তা পাকাকরণ কাজে ঘুষের অভিযোগ এনে খাজাঞ্চি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধরকে নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুন নুর ও বিশ্বনাথ পৌর মেয়র মুহিবুর রহমানের একটি ভিডিও প্রকাশে এলাকায় উত্তেজনা দেখা দেয়।
তার প্রেক্ষিতে সভাপতি আব্দুন নূরকে সাময়িক বহিষ্কার করে বিজ্ঞপ্তি প্রকাশ করে উপজেলা আওয়ামী লীগ। বর্তমানে খাজাঞ্চি ইউনিয়ন আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। রাস্তাটি পাকাকরণ নিয়েও মতানৈক্যের সৃষ্টি হয়েছে। এর রেশ কাটতে না কাটতে ভিত্তিপ্রস্তর ফলক ভাঙা হয়।
স্থানীয় সংসদ সদস্য মোকাব্বির খান বলেন, একটি কুচক্রী মহল আছে যাদের ভালো কিছুই পছন্দ হয়না, একমাত্র তারা এসব করতে পারে। আমি সততার পক্ষে আছি পক্ষে থেকেই জনগনকে সাথে নিয়ে কাজ করছি, করে যাব।
এব্যাপারে ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য বহিস্কৃত সভাপতি আব্দুন নূর বলেন, কে বা কারা এটি করেছে তা আমার জানা নেই।
বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) জাহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।