শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৬ অপরাহ্ন
আবীর আকাশ- লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি.
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে লক্ষ্মীপুরে স্বৈরাচারী সরকারের লেলিয়ে দেয়া বিপথগামীদের ছোঁড়াগুলিতে নিহত মোঃ ওসমানের স্মরণে রায়পুর পৌরসভার বাস্তবায়নে শহরের গুরুত্বপূর্ণ ও ব্যস্ত মোড় থানা রোড ও পীর ফজলুল্লাহ সড়কের সংযোগ স্থানকে “শহীদ ওসমান চত্বর” ঘোষণা করে স্মৃতি স্তম্ভ উদ্বোধন করেন পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান খান।
মোহাম্মদ ওসমানের বাবা মো. আব্দুর রহমান ও মা রেহানা আক্তারের উপস্থিতিতে সোমবার বিকেলে স্মৃতিস্তম্ভ উদ্বোধন শেষে মোনাজাতে বিশেষ দোয়া করা হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহেদ আরমানসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল মোতালেব, আল আমিন, মাহমুদ সাব্বির, আব্দুল কাদের জীবন, রায়হান হোসেন, তানভীর হোসেন সিয়ামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
শহীদ ওসমান চত্বরে স্মতিস্তম্ভ উদ্বোধনের সময় শহীদ ওসমানের মা রেহানা আক্তার স্মৃতিস্তম্ভে ওসমানে নাম পলক হাত দিয়ে মুছে দিয়ে শোকে অশ্রুসজল হয়ে পড়েন। উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৪ আগস্ট লক্ষ্মীপুরের গুলিবিদ্ধ হয়ে মারা যায় ওসমান।