শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৬ অপরাহ্ন
মোঃ সোহাগ- ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত ত্রিশাল মহিলা ডিগ্রী কলেজের একটি চারতলা বিশিষ্ট শিক্ষা ভবন উদ্বোধন করা হয়েছে।
গত ২৯শে জানুয়ারি রোববার সকালে ভবনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী এমপি। ভবন উদ্বোধন পূর্ব এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- জাতীয় সংসদ সদস্য হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী।
উপজেলা নিবার্হী অফিসার আক্তারুজ্জামানের সভাপতিত্বে অধ্যাপক আবুল বাশারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন- অত্র কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সেলিমুল হক তরফদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন আহবায়ক শোভা মিয়া আকন্দ, সাবেক ভাইস্ চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্ডল, হারুন-অর-রশিদ, শফিকুল ইসলাম, খবিরুজ্জামানসহ আরও অনেকে।