শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:০৮ অপরাহ্ন
রবিন চৌধুরী- রংপুর জেলা প্রতিনিধিঃ
রংপুরের ৩টি আসনে ২৭ জনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। এর মধ্যে বৈধতা পেয়েছেন ১৯ জন প্রার্থী।
বাতিল হয়েছে ৫ জন এবং ৩ জনের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। রংপুর-১ আসনে ১২ জনের মধ্যে বৈধ ৯, অবৈধ ১, স্থগিত ২। রংপুর-২ আসনে ৬ জনের মধ্যে বৈধ ৩, অবৈধ ৩।
রংপুর-৩ আসনে ৯ জনের মধ্যে বৈধ ৭, অবৈধ ১, স্থগিত ১, রংপুর-১ আসন ১২ জন প্রার্থী, বৈধ প্রার্থী ১, অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক, সাধারণ সম্পাদক, বর্তমানে জেলা আওয়ামী লীগের সদস্য (আওয়ামী লীগ দলীয় মনোনীত প্রার্থী)। হোসেন মকবুল শাহরিয়ার আসিফ, ভাইস্ চেয়ারম্যান, কেন্দ্রীয় কমিটি এবং সভাপতি, যুব সংহতি কেন্দ্রীয় কমিটি( জাতীয় পার্টির মনোনীত প্রার্থী), বীর মুক্তিযোদ্ধা বদরুদ্দোজা চৌধুরী, দলীয় কোন পদে নেই (তৃণমূল বিএনপি), মোঃ হাবিবুর রহমান, ন্যাশনাল পিপলস পার্টি, মোঃ মনজুম আলী, দলীয় কোন পদে নেই, লন্ডন প্রবাসী (স্বতন্ত্র), মোঃ শাহিন আলম, জাতীয় পার্টি, দলীয় কোন পদে নাই (স্বতন্ত্র), আসাদুজ্জামান বাবলু, সাবেক সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী ও সদস্য জেলা আওয়ামী লীগ , (স্বতন্ত্র ) সাময়িক স্থগিত ১, মশিউর রহমান রাঙ্গা, বিরোধীদলীয় চিফ হুইপ, ও সাবেক জাতীয় পার্টির মহাসচিব (স্বতন্ত্র), দুদকের মামলার নিষ্পত্তির কপি না দেওয়ায় স্থগিত ২, শ্যামলী রায়, দলীয় কোন পদে নেই (বাংলাদেশ কংগ্রেস) প্রস্তাব কারীর কপি না দেওয়ায় সাময়িক স্থগিত, সবুজ প্রামানিক, আহবায়ক, (বাংলাদেশ সংস্কৃতি মুক্তিজোট) মামলার নিষ্পত্তির কপি না দেওয়ায় সাময়িক স্থগিত, মোঃ বখতিয়ার আহমেদ রংপুর জেলা কমিটির সম্পাদক, (ওয়াকার পার্টি) মামলার নিষ্পত্তির কপি না দেওয়া সাময়িক স্থগিত। বাতিল ৬ জনের মধ্যে মো মোশারফ হোসেন (স্বতন্ত্র), রাকিবুল বাশার ভোটার তালিকা ১% না মেলায় বাতিল,
রংপুরে-২ আসন ৬ জন প্রার্থী বৈধ প্রার্থী আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী ডিউক , প্রেসিডিয়াম সদস্য যুবলীগ কেন্দ্রীয় কমিটি (আওয়ামী লীগ দলীয় মনোনীত প্রার্থী)। বৈধ, মোঃ আনিসুল ইসলাম মন্ডল, উপদেষ্টা জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি ও সদস্য রংপুর জেলা জাতীয় পার্টি (জাতীয় পার্টি দলীয় মনোনীত প্রার্থী) বৈধ, মোঃ আশরাফ উজ জ্জামান, জাকের পার্টি, বৈধ।
বাতিল প্রার্থী ১. সুমনা আক্তার লিলি, আহ্বায়ক কমিটির সদস্য রংপুর জেলা আওয়ামী লীগ, ১% ভোটার না মেলায় বাতিল করা হয়, বিশ্বনাথ সরকার বিটু, সাবেক বদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান এবং সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটি, ১% ভোটার না মেলায় বাতিল করা হয়, মোঃ জিল্লুর রহমান, সভাপতি বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট, রংপুর মহানগর শাখা, মনোনয়ন ফরমে সঠিক তথ্য না থাকায় বাতিল।
রংপুর-৩ আসন। ৯ জন প্রার্থী বৈধ প্রার্থী তুষার কান্তি মন্ডল সদস্য রংপুর মহানগর আওয়ামী লীগ, জিএম কাদের, চেয়ারম্যান জাতীয় পার্টি, লায়লা আনজুমান আরা বেগম, সভানেত্রী, জাকের পার্টি, মহিলা ফন্ট রংপুর জেলা, শফিউল আলম, সভাপতি ন্যাশনাল পিপলস পার্টি, রংপুর মহানগর এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব, আনোয়ারা ইসলাম রানি স্বতন্ত্র, আব্দুর রহমান রেজু, বাংলাদেশ আওয়ামী পার্টি (লিভারেল জোট ৬ দলের সমন্বয়ে) কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এবং রংপুর বিভাগীয় সভাপতি, শহিদুল ইসলাম, সভাপতি জাসদ (ইনু) রংপুর মহানগর।
স্থগিত প্রার্থী একরামুল হক, আহ্বায়ক, বাংলাদেশ কংগ্রেস রংপুর জেলা, রিটার্ন জমা না দেওয়ায় স্থগিত করা হয়।অবৈধ প্রার্থী এটিএম রকিবুল বাশার, স্বতন্ত্র (তথ্য গবেষণা সম্পাদক, বাংলাদেশ তাঁতী লীগ ঢাকা মহানগর উত্তর। ১% ভোটার তালিকায় মিল না থাকায় বাতিল করা হয়।