রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:১৭ পূর্বাহ্ন
আবীর আকাশ- লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি.
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঝুমুরের গোল চত্বর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে এসে থামে।
বাংলাদেশ মানবাধিকার কমিশনের জেলা সভাপতি মানবতাবাদী শামসুল করিম খোকনের সভাপতিত্বে র্যালিতে অংশ নেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, টিএসআই কামরুজ্জামান, এ্যাড. নুর মোহাম্মদ, এ্যাড. মো. সেলিম মানবতাবাদী, সাংবাদিক মো. রবিউস সানি আকাশ, সাংবাদিক মিজানুর রহমান, মহি উদ্দিন খোকন,লিয়াকত আলী মাস্টার, আহসান উল্লাহ তুহিনসহ জেলা উপজেলা ও পৌর নেতৃবৃন্দ।
সভায় মানবতাবাদীগণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিতের বিষয়ে সরকারের দায়িত্বপ্রাপ্ত স্ব স্ব প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সদয় দৃষ্টি কামনা করেন। বিগত দিনের মতো যেন আর মানবাধিকার লঙ্গন না হয় সে দিকে সজাগ থাকার অনুরোধ জানান।
র্যালিতে অংশ নেয়া সংগঠনের মধ্যে-বাংলাদেশ মানবাধিকার কমিশন, আইন সহায়তা কেন্দ্র (আসক), অধিকার, আইন সহায়তা ফাউন্ডেশন (আসফ), আন্তর্জাতিক মানবাধিকার ও সাংবাদিক সংস্থাসহ আরও অন্যান্য মানুষের অধিকার নিয়ে কাজ করা সংগঠন।