রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:০৭ অপরাহ্ন
দুলাল হোসেন- পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
চলতি বছরে অনুষ্ঠিতব্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (এসএসসি) গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে সাংবাদিক পুত্র মুঃ আশিকুর রহমান আফফান।
সে জেএসসি পরীক্ষাতেও জিপিএ-৫ পেয়েছিল। সে বাউফল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান নির্বাহী সদস্য “প্রথম আলো” পত্রিকার বাউফল প্রতিনিধি এবিএম মিজানুর রহমান ও পশ্চিম বাউফল নুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শারমিন সুলতানা শামীমা এর জেষ্ঠ্য পুত্র।
বরিশাল বোর্ডের অধীনে বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২২ খ্রিঃ এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়। এতে তার বিদ্যালয় ও পরিবারের মাঝে উৎসাহ ও আমেজ বিরাজ করছে।
একান্ত সাক্ষাৎ কালে গোল্ডেন জিপিএ-৫ পাওয়ার পর অনুভূতি প্রকাশ করে মুঃ আশিকুর রহমান আফফান জানায়- বাবা-মা, শিক্ষকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতায় আমি এই ফলাফল করতে সক্ষম হয়েছি।
আফফান প্রতিবেদককে আরও বলে- সে উচ্চ শিক্ষায় সুশিক্ষিত হয়ে একজন আদর্শ মানুষ হতে চায়। সে মর্মে সে সবার কাছে দোয়া চেয়েছে যাতে করে মহান আল্লাহ যেন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মত শক্তি এবং সামর্থ দেন।
একজন সুশিক্ষিত ও আলোকিত মানুষ হয়ে দেশ ও দশের সেবায় আত্ননিয়োগের দৃঢ় প্রতায় ব্যক্ত করে সে।