Thursday, April 18, 2024
Homeখুলনা বিভাগকুষ্টিয়া জেলাসাত বছর বিদেশ, পক্সির মাধ্যমে চাকরী হলো নন-কাডারে

সাত বছর বিদেশ, পক্সির মাধ্যমে চাকরী হলো নন-কাডারে

জুয়েল রানা- কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
টানা ৭ বছর যাবৎ বিদেশে আছেন অথচ প্রক্সির মাধ্যমে চাকরী হয়েছে উপ-সহকারী কৃষি কমকর্তা (নন-কাডার ,10 গ্রেট) এ। এমনি ঘটনা ঘটিয়েছে কুষ্টিয়া ইবি থানাধীন লক্ষিপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে মোঃ মেহেদী হাসান (মিঠু)।

তথ্যসূত্রে জানা যায়- মোঃ মেহেদী হাসান গত সাত বছর যাবৎ কুয়েতে কর্মরত ছিলেন- অথচ হঠাৎ তিনি দেশে আসেন এবং তার পরিবার থেকে পাড়া প্রতিবেশীকে জানানো হয় মেহেদী কৃষি অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন।

বিষয়টি স্থানীয় ভাবে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং আলোচনা ও সমালোচনা হতে শুরু করে যে, বিদেশে থেকেও কিভাবে মেহেদী কৃষি অফিসার হিসেবে নিয়োগ পেলেন।

বিষয়টি স্থানীয় ভাবে ব্যাপক আলোড়ন সৃষ্টি করলে ক্রমান্বয়ে ঘটনার গোমড় ফাঁস হতে শুরু করে, এক পর্যায়ে স্থানীয়রা জানতে পারেন যে, মেহেদীর আপন ছোট ভাই ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোঃ বায়েজিদ ইসলাম (লিঠু) এর সাহায্যে বিদেশে অবস্থানরত অবস্থায় পক্সি (মেহেদি হাসান এর পরীক্ষা অন্য জনকে দিয়ে দেয়) এর মাধ্যমে তিন ধাপ পার হয়ে চুড়ান্ত ফলাফল লাভ করে উপ-সহকারী কৃষি কমকর্তা হিসেবে চাকরি পেয়েছে।

এখন যোগদান করার জন্য বিদেশ থেকে দেশে চলে আসে। এবং পরিস্থিতি ঘোলাটে হয়ে গেলে তিনি পুনরায় কুয়েতে চলে গেছেন বলে জানা গেছে।

মোঃ মেহেদি হাসান (মিঠু) উপ-সহকারী কৃষি কমকর্তা (নন-কাডার, 10 গ্রেট) হিসেবে নিয়োগ পেয়েছেন যার রেজিস্ট্রিশন নাম্বার BPSC: 201964.

এ বিষয়ে মেহেদী হাসান এর পিতা আতিয়ার রহমান এর সাথে কথা বললে তিনি জানান- তার ছেলে মোঃ মেহেদী হাসান এর সাথে তাদের কোনো যোগাযোগ নেই। তার চাকরি হয়েছে সেটাও আমি জানি না।

মেহেদী হাসান এখন কোথায় আছে তিনি সেটাও জানেন না। তার পাসপোর্ট এর বিষয়ে জানতে চাইলে তার কোন কাগজ পত্র ও নেই বলে দাবি করেন মেহেদীর পিতা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments