শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৮:০০ পূর্বাহ্ন
রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক অদ্য সোমবার ১৫ই আগস্ট ২০২২ইং তারিখ ভোর রাত ০৪ঃ০০ ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার সদর
থানাধীন সিংড়া-নাটোর মহাসড়ক সংলগ্ন নাটোর পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় কোম্পানী অধিনায়ক অতিঃ পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন ও কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে সিংড়া হতে নাটোর গামী মহাসড়ক সংলগ্ন নাটোর পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় চেকপোষ্ট পরিচালনা করা হয়।
চেকপোস্ট পরিচালনা কালীন একটি সাদা রংঙের মাইক্রোবাস হতে যথাক্রমে, (ক) শুকনো গাঁজা ২৪ কেজি ৩০০ গ্রাম, (খ) মোবাইল ফোন- ১টি (গ) সিমকার্ড- ১টি, (ঘ) মেমোরী কার্ড- ১টি, (ঙ) সাদা রংঙের মাইক্রোবাস- ১টি, (চ) মাদক বিক্রয় লব্ধ নগদ- ৬০০/- টাকাস উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর নাম- মোঃ লিটন মিয়া(২৮), পিতা- সাইদুল ইসলাম@ লন্ডি সাইদুল, সাং- গোকুন্ডা, থানা ও জেলা- লালমনিরহাটকে গ্রেফতার করা হয়।
আটককৃত ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান- জব্দকৃত আলামত গাঁজা সে লালমনিরহাট জেলার সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকী দিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে পরিবহন করছিল। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী সাক্ষীদের সম্মুখে স্বীকার করে জবানবন্দি প্রদান করে।
গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকী দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ক্রয়-বিক্রয় করে আসছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে নাটোর জেলার সদর থানায় দেশের প্রচলিত আইনে মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য- উপরোক্ত ঘটনায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর বিরতিহীন চলমান অভিযানে নাটোর সদরে র্যাব কতৃক মাইক্রোবাস’সহ ২৪ কেজি ৩শ গ্রাম গাঁজা জব্দ তথা ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের বিষয়টি আজ সোমবার ১৫ই আগষ্ট, ২০২২ইং সিপিসি-২ নাটোর, র্যাব-৫, কতৃক ই-মেইল যোগে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।
ইতোমধ্যেই র্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র্যাব বদ্ধপরিকর।
এ ছাড়াও র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান রেখেছেন।