বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:৪০ পূর্বাহ্ন
আবু সাঈদ- পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড় জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ও ওসি ডিবি সাহেবের তত্ত্বাবধানে গত ০৮/০১/২০২৩ইং দিবাগত রাতে জেলা গোয়েন্দা শাখা পঞ্চগড়ের এসআই মোঃমিজানুর রহমান এর নেতৃত্বে এএসআই নয়ন দেবনাথ, এএসআই উমর ফারুক ও সঙ্গীয় ফোর্সসহ বোদা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে ৬নং মাড়েয়া বামনহাট ইউনিয়নের অন্তর্গত মাড়েয়া বাজারস্থ সিএনজি স্ট্যান্ডে তিন রাস্তার মোড় হইতে ধৃতঃ আসামী ১। মোঃহারুন-অর-রশিদ(২৯), পিতাঃ মোঃ হাফিজ আলী, সাং- ফুটকিবাড়ী (ভোলা বসুনিয়া) ও আসামী ২। মোঃ শাহাদুজ্জামান রাসেল(২৫),পিতা মোঃ হাসমত আলী, সাং- বারপাটিয়া (জুরনপাড়া),উভয়থানা-বোদা, জেলা- পঞ্চগড়দ্বয়কে ৪৯০(চারশত নব্বই) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ রাত-২০.০০ ঘটিকার সময় গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে বোদা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়। মামলা রুজুর পর উল্লেখিত আসামিদের জিজ্ঞাসাবাদান্তে তাহাদের স্বীকারোক্তি মোতাবেক একই ঘটনার স্থলে আসামিদের দেখানো মতে লুকিয়ে রাখা আরো ৪৫৪ পিস ইয়াবা উদ্ধার পূর্বক বর্ণিত মামলায় সর্বমোট ৯৪৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।