বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:৪৪ অপরাহ্ন
মাসুদ রানা- সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার হাসিবুল আলম, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মহোদয়ের সিরাজগঞ্জ পৌরসভা কর্তৃক বদলীজনিত বিদায় সংবর্ধনা।
মঙ্গলবার ১৬ই আগষ্ট বিকালে সিরাজগঞ্জ পৌরসভার আয়োজনে পৌরসভার সভা কক্ষে সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার হাসিবুল আলম, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) এর বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় সিরাজগঞ্জ পৌরসভার পক্ষ থেকে মেয়র- সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।পুলিশ সুপার হাসিবুল আলম, বিপিএম সিরাজগঞ্জ জেলায় চাকুরির প্রায় আড়াই বছরের অধিক বর্ণিল কর্মময় জীবনের সুখ-স্মৃতি রোমান্থন করেন এবং সিরাজগঞ্জ পৌরসভার সকলের নিকট ধন্যবাদ জ্ঞাপন করেন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে জেলার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা।