বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:২০ অপরাহ্ন
রাশেদুল ইসলাম- কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাটে আল আমিন(১২) নামের মাদরাসার এক ছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে পার্শ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক রেজাউল হক মোল্লার বিরুদ্ধে
এ ঘটনায় আল আমিনের পিতা নূর মোহাম্মদ বাদী হয়ে হরিশ্বর তালুক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হক মোল্লাকে আসামী করে রাজারহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়- রাজারহাট উপজেলার হরিশ্বর তালুক গ্রামের নুর মোহাম্মদের নাবালক ছেলে
আল-আমিন(১২) হরিশ্বর তালুক মাদরাসার হেফজত শাখার ছাত্র গত ২৮শে এপ্রিল মঙ্গলবার দুপুরে তার মাথার চুল কর্তন করার জন্য হরিশ্বর তালুক উচ্চ বিদ্যালয় সংলগ্ন বাজারে এক নরো সুন্দর দোকানে গেলে, দোকানদার একটু পরে আসতে বললে, সে হরিশ্বর তালুক উচ্চ বিদ্যালয় মাঠে বসে থাকে, সেই সময় পুর্ব শত্রুতার জের ধরে ওই এলাকার মৃত সোবাহান মোল্লার পুত্র হরিশ্বর তালুক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল হক মোল্লা(৫০) নাবালক আল- আমিন(১২) কে অশ্লীল ভাষায় গালি-গালাজ করে।
এতে আল-আমিন প্রতিবাদ করলে প্রধান শিক্ষক ক্ষিপ্ত হয়ে তাকে মেরে গুরুতর আহত করে। এ ঘটনায় ওই প্রধান শিক্ষকের শাস্তির দাবি জানিয়েছে আহত ছাত্রের পরিবার ও এলাকাবাসী।
এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক মোঃ রেজাউল হক মোল্লার মুঠো ফোনে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি
রাজারহাট থানার ওসি মোঃ রাজু সরকার বলেন- প্রধান শিক্ষক মোঃ রেজাউল হক মোল্লার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।