রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:১৪ পূর্বাহ্ন
মো. নুরুন্নবী- পাবনা জেলা প্রতিনিধি.
পারিবারিক আইনে সমতা আনি, নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধ করি”এই শ্লোগানকে প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর) ও বিশ্ব মানবাধিকার দিবস-২০২৪ পালন উপলক্ষে পাবনায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে পৌর শহরের পাওয়ার হাউজ রোডস্থ বাংলাদেশ মহিলা পরিষদ কার্যালয়ে পাবনার শাখার আয়োজেনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মহিলা পরিষদ পাবনা শাখার সভাপতি এ্যাড. কামরুন নাহার জলি’র সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক কামরুন নাহার জোসনা সংবাদিকবৃন্দের উদ্দেশ্যে লিখিত বক্তব্য পাঠ করেন।
তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ মহিলা পরিষদ পাঁচ দশকের অধিক সময় ধরে নারী-পুরুষের সমঅধিকার, মর্যাদা নারীর ক্ষমতায়ন এবং অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে পাবনার ৯টি উপজেলায় বিভিন্ন পাড়া, গ্রাম, মহল্লা এর তৃনমূল কমিটি ও জেলা শাখার মাধ্যমে ধারাবারিকভাবে কাজ করে যাচ্ছে।
কন্যার সহিংসতা প্রতিরোধে সচেনতা বৃদ্ধির লক্ষ্যে জাতিসংঘ ও বিশ্ব নারী আন্দোলনের ঘোষণা অনুযায়ী বিশ্বের অন্যান্য দেশের সাথে একাত্ম হয়ে প্রতিবছর ২৫ নভেম্বর হতে ১০ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস পালন করে আসছে বাংলাদেশ মহিলা পরিষদ নারী। এ বছরও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে এই সংগঠনের পক্ষ থেকে “পারিবারিক আইনে সমতা আনি, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ করি”এ আহবানে চলতি বছরের (২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর) পর্যন্ত কেন্দ্রীয় কমিটিসহ ৫৮টি জেলা শাখায় বহুমুখী কার্যক্রম পরিচালনা ও বাস্তবায়ন করছে।
শালিসের মাধ্যমে দাম্পত্য কলহ নিস্পত্তি করা হয়েছে। আইনি পরামর্শ প্রদান করা হয়েছে এবং জাতীয় আইনগত সহায়তা সংস্থাসহ মামলায় প্রেরণ করা হয়েছে। সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীর অবদান ও অগ্রগতি দৃশ্যমান হলেও নারী ও কন্যার প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন হচ্ছে না, যা গভীর সংকট সৃষ্টি করছে। নারী নির্যাতন কিছুটা কমলেও অপরাধের ধরণ পাল্টেছে। আগে এসিড নিক্ষেপের ঘটনা বেশি সংগঠিত হতো। এখন অনলাইনে নারী নির্যাতন বেড়েছে।