বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:০৪ পূর্বাহ্ন
মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
‘মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে’। ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে উন্নয়ন হয়েছে, তা আমি বিগত বছরে দেখি নাই’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এমপি। তিনি আজ সকালে মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের বাঘরিয়া উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
তিনি আরও বলেন- পৃথিবীর কোন দেশে বিনা পয়সায় বই দেন না। যা একমাত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের শিক্ষার্থীদের বছরের প্রথম দিন বিনামূল্যে বই দেন।
তিনি আরও বলেন- জাপান সরকার জননেত্রীর শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছেন। কেন করেছেন, মহামারী কোভিড ১৯, রাশিয়ায় যুদ্ধ সারাবিশ্বে অর্থনীতিতে উর্ধ্বগতি, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, মন্দাভাব, সবদিকে মন্দাভাব, সেখানে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনীতিতে সমৃদ্ধ রয়েছে।
বালিগ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাকির হোসেন খানের সভাপতিত্বে ও ডাসার উপজেলা মৎস্যজীবী লীগের সহঃ সভাপতি ইসতিয়াক হোসেন খান তুষার এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন- কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক, ডাসার উপজেলা নির্বাহী অফিসার শারমিন ইয়াসমিন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী তানভীর ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ আবুল বাশার, কালকিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন সরদার, শিক্ষক-শিক্ষার্থীসহ অনেকেই।
এছাড়াও দুপুরে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের চাপাতলি এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু নির্মাণ প্রকল্পের অধীনে মুন্সী বাড়ি বিল্লার মুন্সির বাড়ির সামনে খালের উপর সেতু নির্মাণের শুভ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাইনউদ্দিন, দুর্যোগ ও ত্রাণ কর্মকর্তা কাজী মোঃ লিয়াকত হোসেন, মস্তফাপুর ইউপি চেয়ারম্যান সোহরাব খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মশিউর রহমান সহ অন্যরা।