বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:২৮ পূর্বাহ্ন
মাহবুবুর রহমান জিলানী- গাজীপুর জেলা প্রতিনিধিঃ
মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমা। টঙ্গীর তুরাগ নদের তীরে অবস্থিত বিশ্ব ইজতেমা মাঠের সার্বিক নিরাপত্তা, সফল ও সার্থক করার লক্ষ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৬শে ডিসেম্বর সোমবার সকালে ইজতেমা ময়দান মাঠে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোল্লা নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।
বিশেষ অতিথি ছিলেন- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমত উল্লাহ খান, গাসিক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ প্রমুখ। উল্লেখ, ২০২৩ সালে ৫৬তম বিশ্ব ইজতেমা এবারও দুই দফায় অনুষ্ঠিত হবে।
প্রথম পর্বের ইজতেমা শুরু হবে ১৩ই জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ২০শে জানুয়ারি। ১৩ থেকে ১৫ই জানুয়ারি প্রথম পর্ব এবং ২০ থেকে ২২শে জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় পর্ব।
এ সময় তাবলীগের দুই পক্ষকে ( মাওলানা জুবাইর গ্রুপ ও মাওলানা সাদ গ্রুপ ) আনা হয়েছিল। বিশ্বের ৫০ থেকে ৬০টি দেশের দ্বীনদার মুসলমানদের সমাবেশ ঘটে এই ইজতেমায়।